জনস্বাস্থ্য সুরক্ষা ও সামগ্রীক নিরাপত্তা নিশ্চিতে ‘মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ উদযাপন সংক্রান্ত সকল অনুষ্ঠানস্থল ধূমপানমুক্ত ঘোষণা ও দৃশ্যমান সাইনেজ স্থাপন করা হয়েছে। প্রসংশনীয় ও দৃষ্টান্তমূলক এধরনের পদক্ষেপ গ্রহণ করায় ২৩ মার্চ, ২০২১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী মিলে ২০২০-২১ সমগ্র বাঙ্গালী জাতির জীবনে ঐতিহাসিক ও গৌরব উজ্জল বছর। করোনা সংক্রমণের ফলে তাৎপর্যপূর্ণ এ সময়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে সীমিত পরিসরে। এসকল অনুষ্ঠান প্রাণবন্ত ও সফল্যমন্ডিত করতে উপস্থিত থাকছেন বিশে^র বিভিন্ন দেশের সরকার প্রধান ও প্রতিনিধিবৃন্দ। রাষ্ট্রীয় এ সকল অনুষ্ঠানে তামাক নিয়ন্ত্রণে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা অত্যন্ত প্রশংসার দাবীদার।
